শুক্রবার, ৩ এপ্রিল, ২০০৯

নতুন কোরে ~ অনির্বাণ দত্ত

একটা সকাল ওঠা-নামার পর
একটা দুপুর একটু হাওয়ার খোঁজ,
সারাটা রাত দেওয়ালে চক্কর,
নতুন দিনে জাগছি আবার রোজ।

সিঁড়ির নীচে একটু আঁচড় কেটে
জমিয়ে রাখি স্রোতের কথা সব।
থামতে পেলেই আবোলতাবোল হেঁটে,
নতুন পাতায় নতুন অবয়ব।

একজানলা হলুদ ফুলের মুখে
কুলুপ এঁটে খুলছে সভাঘর।
বুদবুদিয়ে উঠছে কী সব বুকে,
নতুন কোনো নিযিদ্ধ প্রান্তর।

এখানে এই আবছায়া বিস্ময়,
কাঁপুনি সব তারাতে তিরতির
একটা এবার মরণ যদি হয়,
নতুন জীবন থাকছেতো সত্যি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন