বৃহস্পতিবার, ৬ মে, ২০১০

ডিগবাজী ~ অনামিকা

আর তো সুমন দুর্নীতিকে বলছেন না, "তিষ্ঠ"
লোকসভাতে হুইপ মেনেছেন, বড্ড একনিষ্ঠ!
বিষ নেই তার ফনায় শুধু কুলোর পানা চক্কোর ...
এই অপবাদ দিচ্ছে কিছু ফাজিল এবং ফক্কর
দিল্লিতে ভোট দাখিল করেন তৃণমূলের খাতায়
তা নইলে টান পড়বে তো তাঁর সংসদীয় ভাতায়!
কচিনেতার নচিকেতার আকাশছোঁয়া সাহস!
ভক্তবৃন্দ কামড়ে দেবে, চুপটি যদি না হোস।
রেলের ভুয়ো শিলান্যাসে গান গেয়ে পাস টাকা।
জানিস সুমন নিত্য কাঁপায় কলকাতা আর ঢাকা?
সুমন যদি আটলান্টিক, তুই ঘোলাজল দীঘার!
রেলকামরার ভিক্ষুক তুই, সুমনদা' পিট সিগার।
পদত্যাগের পত্র? বারণ মহান মহাশ্বেতার।
নইলে একাই সাধ্য রাখেন যাদবপুরে জেতার!
গান ধরেছেন ভীষ্মলোচন, ভক্তরা বুক বাঁধো।
ভয় কি বলো? ধর্ম আছেন, আছেন পুঁজিবাদও!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন