সোমবার, ৩১ মে, ২০১০

আমি বুদ্ধিজীবি ... ~ অনামিকা


সভ্যতার শুরু থেকে আমি আছি ... আমি বুদ্ধিজীবি।
শিখিনি হাতের কাজ। মেধা আছে, মিডিয়া পৃথিবী
"বিদ্বজন" বলে ডাকে! তালি দেয়, "সাবাস! সাবাস!"
বুদ্ধিহীন "জনগণ", তোরা ঘাম ... তোরা ক্রীতদাস।
তোদের দুঃখে রাতে ঘুমোইনা ... দিনে সোমরস!
ন্যাকামির পরীক্ষায় আমি ফার্ষ্ট, আমি দশে দশ।

আমি ছবি ... কথা ... গান, আমি মঞ্চ ... আমি হেরিটেজ!
ক্ষমতার এঁটো কাঁটা সবই খাই ... ভেজ ননভেজ।

আমি ব্রাত্য, আমি শাঁওলি, আমি জয় , কৌশিক, সমীর।
ট্যাক্স ফাঁকি দেওয়া শুভা, আমি ঝানু দালাল জমির!
"মা"কে বিক্রি করতে পারি। আকাশের বৃষ্টি পশলাকে ...
তাও বেচে দিতে পারি কমবেশি পাঁচ ... দশ লাখে!
মানুষ মরলে আমি "মানবতা"ধ্বজাধারী ... চুপ!
রক্তমাখা ভদ্রখুনি, সন্ত্রাসের দিই নাট্যরূপ।

রাজার হুকুমে চলি! তাই আমি সেরা সভাসদ।
আমি গাধা ... সুরে সাধা! আমি জানি, আমি অতি বদ!

1 টি মন্তব্য: