সোমবার, ২০ ডিসেম্বর, ২০১০

লাশ

মানুষ যখন চাইছে
আশু মূল্যবৃদ্ধি হ্রাস,
ওরা তখন বলছে শুধু
লাশ চাইগো,লাশ।

রাখতে গদি,কাড়তে গদি,
দৌড়ে বেড়ায় ওরা,
লক্ষ্য ওদের করবে মিছিল
চাই যে নতুন মরা।

গুলের শিলা পুঁতছে ওরা
বাড়ছে বেকার রোজ,
গোদের ওপর বিষফোড়াটার
রাখছেনা কেউ খোঁজ।

আত্মহনন বাড়িয়ে দিতে
বাড়বে রেলের লাইন,
বাড়ীর কাছেই মরবে বেকার
মৃত্যুর সানসাইন।

বহুতলের রমরমা আজ
বেওসায়ীদের বাসা,
খুইয়ে জমি কাঁদছে লাঙ্গল
কাঁদছে গ্রামের চাষা।

কারখানা চুপ,বন্ধ যে চাষ
সারা বাংলায় ত্রাস,
সমস্বরে বলছে ওরা
লাশ চাইগো,লাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন