মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০১১

দুটি কবিতা ~ সোম

সময়ে অসময়

তোমার সাথে কাটানো সময়
নিতান্ত কম নয়
ভাবিনি সে সময়
অসময় না দুঃসময়
বিশ্বাসের ভাঁজে ভাঁজে
লুকোনো ভালবাসা
উদাসীন পাগলামী
আর স্বপ্ন দেখা
বলিনি তোমাকে
ঠিক কোন সময় ছুঁয়েছো হৃদয়
ভাবনার গভীরতায়
মুছেছো সব সংশয়
মেঘের গায়ের স্বপ্নগুলো
বাড়িয়েছে অনুভূতি
বহু পথ চলতে হবে
প্রশান্তি…সাথে তুমি
বাড়ছে দূরত্ব
অপেক্ষামান সময়ের কারাগারে
যে আমি ছিলাম সবচেয়ে দামী
অবহেলায় তাকেই ঠেলে দিলে দূরে
অজস্র হারানো সময়
নাকি স্বপ্নহীন অসময়?
কল্পনারা স্তব্ধ নাকি অবুঝ?
এ সময় তো ছিল,ফিরে পাওয়ার সে সময়।

 
সবুজ সন্ত্রাস
সন্ত্রাস শুধু রক্ত চায়
রক্ত পেলেই নাকি হবে ক্ষমতার জয়
কিছু ভাঙ্গচুড় আর হরেক রকম খুন
বাড়াও আতঙ্ক দিন-প্রতিদিন
মানুষের বাঁচা মরা থাক আমাদের হাতে
শেষে ভুলোনা যেন সংঘাত লাগিয়ে 'বাম' নামটা নিতে
আমি সাম্রাজ্য চাই আমার,সাথে সিংহাসন
রক্তে লেপো শহর,দিক কেউ কেউ প্রাণ
মানুষ থেকে মানুষে ছড়াক ভয়,তবেই তো হবে আমার জয়
মনে রেখো আমিই সন্ত্রাস অন্য কেউ নয়
সবুজে আজ রক্ত লেগেছে,কালো কালো শুধু ছাপ
বাড়ছে শুধু পাপ আর পাপ,আর সাধারনের অভিশাপ ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন