বুধবার, ১৩ জুলাই, ২০১১

আসিল বদল ~ সায়ন্তন চট্টপাধ্যায়

শাসক চেয়ার পাইতে কতই,
যাত্রা থ্যাটার করিচি,
যেইনা আসিলো বদল, অমনি,
বামে-দের টুঁটি ধরিচি।

হাড়োয়া? সেথা তো ঘরোয়া পুলিশে,
পিটায়েছে কটা চাষা,
press-রে কইনু, বেটাচ্ছেলেরা,
আস্ত বদের বাসা!

একদা বঙ্গে, সাথে ছিলো মাও,
লাগিয়াওছিলো কাজে,
এখন তো আমি মালিক-পক্ষ,
লেজুর কি পোষা সাজে?

শুন সমগ্র বং-"জেনেগেন",
একখান কথা দামী,
সবার উপরে ডলার সত্য,
তাহার পিছনে আমি!

বি. দ্র. : স্থান-কাল-পাত্রে-র সঙ্গে বাস্তবের মিল খুঁজিলে নিজ দায়িত্বে খুঁজিবেন... Subject to market risk!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন