সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

ভবিতব্য ~ অরুণাচল দত্ত চৌধুরী

আমি সিস্টেম ভাঙতে পারিনি,
সে'ই বরঞ্চ অল্পে অল্পে
গিলেছে আমাকে। আজ আয়নায়
নিজেকে খোঁজার নয়া প্রকল্পে
নেমেই অবাক, দর্পণ ভাঙা
জলে ঝাঁপাবার প্রাকমুহূর্তে
যে'রকম ভাবে বোঝে মাছরাঙা
জলের ভেতর হাজার টুকরো করছে নিজেকে

অযথা তুচ্ছ মাছের জন্য
আসলে তার এই লোককে দেখান
সাহসিকতাটা ... অযথা বন্য ...

ছিন্নমস্তা প্রেমের খাতিরে
আরও কত কাজ বাকি পৃথিবীর
দু'দিকে সাজানো অক্ষৌহিনী
বড় মেজো ছোটো সৈন্যশিবির
মধ্যে নিঝুম অভয়ারণ্য,
পায়ে চলা পথ ... হাঁটি অগত্যা ...
যদি দেখা হয় ... চোখে চোখ ... বলি
অনুমতি দাও করব হত্যা

আমি সিস্টেম ভাঙতে চাইছি
কিন্তু ব্যর্থ। সে'ই বরঞ্চ
আমাকে মহান করার জন্য
পুষ্পে সাজায় ফাঁসির মঞ্চ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন