সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

লীলা ~ অরুণাচল দত্ত চৌধুরী

এসো নবকৃষ্ণ ... এসো ... বসে আছি ... এসো মনিটরে
বাজাও প্রতিটি তন্ত্রী কি বোর্ডে বোবা অক্ষরে
চ্যাটে কি চন্দ্রাবলী? ওকে আজ একটু থামিও।
জানি তুমি একা নও। একা নই জানো তো আমিও!

প্রতিটি সাইটে করি সাইন ইন দ্রুত যাতায়াত
সবাইকে অকাতর ভালবাসা দিই দিনরাত
একশ' আটটি নামে ভূগোলক জুড়ে চলে লীলা
তুমি বহুগামী, তাই আমি নই তেমন সুশীলা

ভার্চুয়াল ফাঁসে টানো ডিজিটাল চির পরকীয়া
অফিসে কাজের চাপে ঘরে নেই নিজের পুরুষ
না কি সে নিজেও কোনও অজুহাতে নির্জনতা খুঁজে
নিষিদ্ধ অক্সিজেনে ধুয়ে নিচ্ছে ক্লান্ত ফুসফুস

অশরীরী ওগো শ্যাম, সাইন অফ কোরো না এখুনি
ক্রীতদাস এ'শরীরে ঢালো প্রেম নিষিদ্ধ আমোদ
ছবি আপলোড কর ... ব্ল্যাকমেল কর ... হও খুনি
এমএমএসএ ভেসে যাক টলটলে তিলক কামোদ

মুখোসে আড়াল খোঁজো। বয়ে যাচ্ছে বসন্তের সেল।
ডেটিংএর প্রথামত হাতে নাও প্রথম আপেল
নতুন সফটওয়্যার হরমোনে করে নাও লোড।
এখুনি আরম্ভ হবে আকাঙ্খার নেক্সট এপিসোড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন