শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

একটি অরাজনৈতিক ছড়া ~ শঙ্খ ঘোষ

আহ্লাদে মেতেছে আজ খুকু
দুহাতে ন্নতুন খেলনা পেয়ে
চোখে হাসি মুখে ফোটে ছড়া
ভাবলেশ নেই এতটুকু।
আমরা ভাবি: খেলুক খেলুক
অরও সুখ, আমাদেরও সুখ।

দণ্ডদুই পরে ফিরে দেখি
মেঝেতে ছড়ানো পুতুলেরা
হাত-পা ভাঙা ছিট্‌কে দূরে দূরে
মুন্ডুগুলি ধড় থেকে ছেঁড়া!

বলে উঠি তার দিকে চেয়ে:
'এ কী করেছিস ওরে মেয়ে?'
খিলখিল খিলখিল হেসে হেসে
খুকু বলে: 'পারি, সব পারি।
এতদিন একটা ছিলও শুধু
এখন করেছি রকমারি।'

দুহাত ছড়িয়ে বলে খুকু:
'দেখো আমি কতকিছু পারি!'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন