মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২

বই-মেলা ~ রজতশুভ্র বন্দোপাধ্যায়

বই-মেলাতে বই মেলে, তাই
বই-মেলাতে যাই,
বই-মেলাতে হামলে গিয়ে
বই দেখি আর খাই।

বই-মেলাতে দইবড়া খাই,
পান্তুয়া, সন্দেশ,
ঝাল মুড়ি আর চপ কচুরি,
তাও কিনে খাই বেশ।

চা কফি তো মেলাই মেলে,
দশ বারো বার খাই,
সুযোগ পেলেই খাই সিগারেট,
আড়াল খুঁজি, প্রাই।

লেমন চিকেন, সঙ্গে চিলি,
চাও দিয়ে তাও খাই,
মাটন কষা, কোবরেজী ফিশ,
চিংড়ি মাছের ফ্রাই।

খাবার পরেই বিল জুটে যায়,
দেখেই গড়ায় ঘাম!
বই-মেলাতে ওই ঝামেলা –
বাপ রে! সে কি দাম!

বই-মেলাতে খৈও দামী –
খাবার কিনেই কাত,
বই-মেলাতে তাই নিরুপায় –
বই কিনি দৈবাত।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন