সোমবার, ৭ মে, ২০১২

নয়া গণতন্ত্র ~ অনামিকা মিত্র

মাকে তাড়াব, মাটি বেচব, মানুষ করব জবাই।
এই রকমের প্ল্যান এঁটেছি তৃণমূলের সবাই।

সখ যা কিছু রাজ্যবাসীর পকেট কেটে মেটাই।
রাজনৈতিক কর্মসূচি জন্মাবধি এ'টাই।

জোট বেঁধেছি, কেন্দ্রে কিন্তু গুটিকয়েক গাধা
যা কিছু চাই, চেঁচিয়ে বলে ... সাংবিধানিক বাধা।

সব ব্যাটাকে বুঝিয়ে দেব আমিই সে সংবিধান ...
মিথ্যেকথার আতশবাজি ... গণতান্ত্রিক ভান।

গণতন্ত্র খুবই ভালো, যতক্ষণ তা' জেতায়,
স্কুল কলেজে ... পঞ্চায়েতে ... হোথায় এবং হেথায়।

গণতান্ত্রিক আগুন পোড়ায় বিরোধী সব পড়শি।
বিদ্দ্বজ্জন গাঁথতে লাগে গণতান্ত্রিক বঁড়শি!

গণ্তান্ত্রিক পুলিশ চেনে হাজত এবং জেল
মহান গণতন্ত্র চেনে ফরওয়ার্ডেড মেল!

এবং গণতন্ত্র খারাপ যখন নোনাডাঙা ...
গণতান্ত্রিক বুলেট জানে রক্ত কত রাঙা!

এমনতর গণতন্ত্র করবি তোরা সহ্য।
বুঝতে হবে আমি খাদক এবং তোরা ভোজ্য।

গণতান্ত্রিক খাল কেটেছিস, তাই এসেছি কুমির।
এ পাঁচবছর আমিই মালিক তোদের জন্মভূমির!

মাকে পেটাব। মাটি লোপাট। মানুষ হবে জবাই।
এ'টাই নয়া গণতন্ত্র, বুঝলি বাছা সবাই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন