শুক্রবার, ৬ জুলাই, ২০১২

ঈশ্বর কণা ~ অরুণাচল দত্তচৌধুরী

ঈশ্বর নিজে নয় তার এক অতিক্ষুদ্র কণা
আমাদের কুঁড়েঘরে উঁকি দিযে গেছে
আমরা বিস্মরণে রোজ তবু কণা নয় 
সমগ্রকে ডাকি
আর রোজই ভুলে যাই কোথাও যাবার কথা ছিল 
কী কথা দিয়েছি তাকে ... ঠিক কী কী কথা

আমার মুহূর্তরা পরবর্তী ধ্রুব মুহূর্তকে 
নিছক প্রকৃতিবশে চিনে নেয়... 
প্রাকৃতিক নিয়মকানুন এড়ানো কঠিন বড় 
এটাই দৈব 
তবু কোনও কোনও অনিশ্চয়তায়
আমার একাকী বিশ্ব অসীম বিশ্বে ভেঙে যায়

অকিঞ্চিত ভর দিয়ে ডেকে নিই অযুত কণাকে
সমস্ত ভালোবাসা ঢেকে দেয় ... লক্ষ কোটি সময়ের ঢেউ ...

আর যদি কেউ
তন্মুহূর্তে এসে বলে ... সাথে যাবো ...
অপলক এই কুঁড়ে ঘর
চিনে নেয় ... 
কণা নয় ... এসেছে ঈশ্বর!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন