বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

শুধু কবিতার জন্য ~ অনামিকা

শুধু কবিতার জন্য
----------------------

তার বিবাগী চলন ছিল আমার পাড়া জুড়ে।
কুড়িয়ে নেওয়া শব্দমালা শুকোতো রোদ্দুরে।
আল্পনার ভেতরে আঁকা বোহেমিয়ান ছক ...
পিপাসা পেলে ঠোঁটে তুলত আগুন হেমলক

ভেসে যাবার ডাক শুনেছে সকালবেলা থেকে
তবু ভাষার হাত ছাড়েনি, বলেছে কাছে ডেকে
... শুধু মাত্র কবিতাতেই লগ্ন হয়ে আছি।
এক জীবন বাঁচলে যেন কবিতা হয়ে বাঁচি।

আগলহীন ভালোবাসায় আলোর মত মিশে
ঝঞ্ঝা ঝড়ে দুর্বিপাকে কলম ছাড়েনি সে।
শোকে পাথর বর্ণমালা দুচোখে এঁকে নিক
নিঃশব্দে ফিরে চলেছে শব্দসৈনিক।

পেছনে পড়ে থাকুক কাদা, আগুন আর জলও।
বাঁচার কথা বলতো, ওকে সেই কথাই বলো!
তার দুপাশে সামনে পিছে জড়ানো ইতিহাস
বেঁচে থাকার ... ভালোবাসার সমূহ নির্যাস।

এই সে'দিনও নীললোহিত ... আমার পাড়া জুড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন