শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১২

চলো যাই ~ সোমনাথ চট্টোপাধ্যায়

চলো যাই

সোমনাথ চট্টোপাধ্যায়

 

আগের রাজ্য-সরকার টা ছিলো অপদার্থ

মানুষ ভুগেছে বন্যা,খরা আর

শিল্পায়নের ঝোঁকে।

তখন বিরোধীপক্ষ ,

বেসরকারী বলে ছিলো দায়হীন,

খবরে প্রকাশ।

হাত মুঠো করে বিপ্লবী ধমক দিতো,

"বাপ রে, কি তেজ!!"

 

এখন, এই সময়টায়, আজ,

শান্তিতে বসবার দিন নয় মোটে

সকালেই বেরোতে হবে অনেকটা দূর

রাই তুমি বানভাসী মালদহে যেও

আমার ভাগ্যে থাক বাঁকুড়ার খরা

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন