বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৩

পাহাড়ে অট্টহাস্য ~ কৌশিক সেনগুপ্ত


ছটফট কোরো নাকো
হয়ে থাকো শান্ত,
সব ই তো গট আপ কেস
দুজনেই জানতো।

গোর্খা রাজ্য চাই
না বলিলে হায়,
পাহাড়ের সম্রাট
মাটিতে লুটায়।

না করিলে মাঝে মাঝে
এই ফোঁস ফোঁস,
ফসকাবে হাত থেকে
পাওয়া রাজকোষ।

হাসি মুখে হবে
এই ঝগড়ার ইতি ,
উৎসবে শেষদিনে
রবীন্দ্রগীতি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন