সোমবার, ১৮ মার্চ, ২০১৩

কঠিন বাঁচা ~ অনামিকা মিত্র

কঠিন ব্যথা্ দেবার আগে
রাষ্ট্র দারুণ আদরকারী 
সুখের ছোঁয়ায় ঘুম পেয়ে যায়
ব্যথার আগে তা দরকারি 

কঠিন কথা বলার আগে 
রাষ্ট্র তখন বড্ড নরম
তোমরা বোঝো সার কথাটা 
শাসন মানে ঠাণ্ডা গরম। 

কঠিন ক্ষতি দেবার পরে 
রাষ্ট্র মাতে শিলান্যাসে
ক্ষতর ওপর বসছে মাছি 
তোমার থোড়াই যায় বা আসে

কঠিন দহন দেবার পরে 
রাষ্ট্র শেখায় ছোট্ট ছ্যাঁকা
ধরপাকড়ের মজার খেলায়
মন্ত্রীসান্ত্রী বড্ড ন্যাকা।

কঠিন ভাবে বাঁচার সময় 
রাষ্ট্র রাখে দারুণ ত্রাসে
তবুও দেখ, বাঁচব বলেই
জড়িয়ে যাচ্ছি সর্বনাশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন