মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

কুশল ~ সুকন্যা ধর

তোমাকে কি সাপে কেটেছিল?
তাই বুঝি আছারিপিছারী 
ছেড়েছিলে দেশ, আত্মজন, ঘরবাড়ি ?
ফিরেছিলে পথে খুঁজে বিষ নিরাময়,
পাওনি কোথাও....বেলা শেষ হয় হয়।
মরে আসা দিনে আমি তোমার ভিতরে,
দেখলাম মৃত্যু তার ছায়া ফেলে ওড়ে।
জন্মদোষে জানগুরু শরীরে আমার,
পূর্বপুরুষের মন্ত্র তারস নামার।
শঙ্খ হয়ে ঘন্টা হয়ে বাজলো সেই থেকে,
বিবশ তোমার ক্ষত দুইহাতে ঢেকে। 
দুই ঠোঁটে চুষে নিই মৃত্যুগন্ধী বিষ, 
দুইকানে মন্ত্র বলি গুপ্ত ফিসফিস। 
সাড়ে ফিরে ক্রমে ধীরে অর্ধস্ফুট স্বরে ,
বললে ঘর জমিন ঠিকানা....
তোমার জীবনপঞ্জী তোমার অমাত্য পাত্র মিত্রদের নাম ,
শিকারী বাজের পায়ে তোমার রাজত্ব মুখে
তোমারই কুশল পাঠালাম ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন