শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৩

এই সময়ের গান ~ অমিতাভ প্রামানিক

(আরো) ধারালো কিছুর দরকার
(আর) পেরে উঠছে না পেন –
হাটে মাঠে বাটে গজিয়ে গিয়েছে
লাখো সুদীপ্ত সেন।।

(এরা) কোথায় যে ছিল অ্যাদ্দিন
(আমি) পারিনি তা কেন জানতে –
(আমার) পান্তা যে গেল ফুরিয়ে
(আমি) গিয়েছিনু নুন আনতে।
(আমার) শাঁখা-পলা সব নিয়ে গেল ওরা
আজ নেই লেনদেন।
(পালালো) কোথা সুদীপ্ত সেন?

আমি ছুটে যাই জনপ্রতিনিধি-বাড়ি
চ্যালা বলে, যা তো, সর –
টাকা পেয়ে যাবি, আমরা বসাবো
বিড়ি সিগারেটে কর।
(দ্যাখো) ছেলেমেয়ে কাঁদে, কী দেব ওদের
কেউ কিছু বলবেন?
কই সুদীপ্ত সেন?

(আমি) কাগজে দেখছি মন্ত্রীরা নাকি
এই সারদার গোষ্ঠী,
আমাদের টাকা লুটে নিয়ে তারা
করছে ফষ্টিনষ্টি।
(ওরে) রাজ্যের গদি তোদের দিলাম
চালাচ্ছিলি তো ট্রেন!
(এখন) হলি সুদীপ্ত সেন!

1 টি মন্তব্য: