সোমবার, ১০ জুন, ২০১৩

হারাধনের দশটি মেয়ে ~ প্রকল্প ভট্টাচার্য্য

হারাধনের দশটি মেয়ে ঘোরে পাড়াময়,
একটি তো ধর্ষণের শিকার, রইল বাকি নয়।
হারাধনের নয়টি মেয়ে নিল স্কুলের পাঠ,
হামলাকারীর চলল গুলি, রইল বাকি আট।
হারাধনের আটটি মেয়ে, অকাল গর্ভপাত,
ক্লান্ত শরীর সইল না আর, রইল বাকি সাত।
হারাধনের সাতটি মেয়ে, ভালবাসার জয়,
ব্যর্থ প্রেমিক অ্যাসিড ছোঁড়ে, রইল বাকি ছয়।
হারাধনের ছয়টি মেয়ে, আগেই পেয়ে আঁচ,
ভ্রূণেই তাকে শেষ করে দেয়, রইল বাকি পাঁচ।
হারাধনের পাঁচটি মেয়ে, না পেয়ে খাবার,
অপুষ্টিতে মৃত্যু হল, রইল বাকি চার।
হারাধনের চারটি মেয়ে, প্রেমিক জাতে ভিন,
মান বাঁচাতে 'অনার কিলিং', রইল বাকি তিন।
হারাধনের তিনটি মেয়ে, পণের টাকা কই?
বলল স্বামী 'স্টোভ ফেটেছে'। রইল বাকি দুই।
হারাধনের দুইটি মেয়ে, গর্ভিনী প্রত্যেক,
প্রসব বেদন সইল না আর, রইল বাকি এক।
হারাধনের একটি মেয়ে, কাঁদে ভেউ ভেউ,
দুঃখে দিল গলায় দড়ি, রইল না আর কেউ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন