রবিবার, ১২ জানুয়ারী, ২০১৪

ফ্রেন্ড লিষ্ট ~ দেবাশিস লাহা

বন্ধু কজন জানতে চাস? 
ছাড়িয়ে গেছে হাজার
বন্ধু দিয়ে শহর গড়ি
বন্ধু দিয়ে বাজার 

তোর বুঝি মেরেকেটে
ডজন খানেক হলো ?
আমায় দ্যাখ হাজার দুয়েক
করছে শুধু ফলো !

বন্ধু করার কায়দা তুই
আমার কাছে শেখ 
কেমন করে বন্ধু বাড়ে
তাকিয়ে শুধু দ্যাখ ! 

এই বলে সেই মেয়েটা
মাউস দিলো টিপে
খুলে গেলো ফ্রেন্ড লিষ্ট
ইয়াব্বড়া পিপে 

মাইল মাইল পড়ে আছে
বন্ধু শুধু বন্ধু
বন্ধু দিয়ে ভরছে আকাশ
বন্ধু দিয়ে সিন্ধু 

বলরে মেয়ে সত্যি করে
কজন কে চিনিস 
জানিস কি তুই ভাল করে
বন্ধু কি জিনিষ ?

বন্ধু দিয়ে স্টেটাস বাড়াস
বন্ধু দিয়ে পুকুর
বন্ধু যেন খানদানি 
এলশেসিয়ান কুকুর !

কার মনে মেঘ করেছে
কার চোখে জল
কার পাতে শুধুই বিষ
অযুত হলাহল 

কোন ছেলেটা মোমবাতি
যাচ্ছে শুধু ক্ষয়ে
কোন ছেলেটা নদীর জলে
ভাসছে খড় হয়ে

এসবের তুই রাখিস খবর
সোনার বরণ মেয়ে ?
মাউস টিপে বন্ধু বাড়াস
রবি ঠাকুর গেয়ে !

মানুষ সে তো গাছের মতো
বাইরে থেকে দেখা 
মাটির নিচেই আছে তার 
কান্নাকাটি রাখা 

আসলে তুই ভীষণ একা
কান্না নিয়ে থাকিস
মাটির তলার শেকড় বাকর 
স্টেটাস দিয়ে ঢাকিস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন