শনিবার, ৮ মার্চ, ২০১৪

নারীদিবস ~ প্রকল্প ভট্টাচার্য়্য

কালনাগিনী কামড়াল পায়, মরল লখা বিষে,
হায় বেহুলা, ভাগ্যেতে তোর চিরকালের দাগা।
সমাজ তোকেই দুষবে শুধু, চোদ্দ বা চল্লিশে,
চাঁদ বেনেরা ফাঁদ পাতে, তুই এমনই অভাগা!!

যমের সাথে যুদ্ধ করে চাইলি হতে সতী,
সাবিত্রীরে, কোণ পাপে তোর এমন হল বিয়ে?
সত্যবানকে না বাঁচালে কীই বা হতো ক্ষতি?
পারবি সুখে করতে কি ঘর মরণ স্বামী নিয়ে?

সীতা রে, তুই জন্মদুখিন। এই ছিল কপালে!
রাজরাণী হায়, কাল কাটালি অরণ্যে, পাহাড়ে!
সুরক্ষা তোর পারলনা রে করতে। তারই ফলে
করল তোকেই দোষের ভাগী, মারল অবিচারে!

এই আমাদের দেশ, এখানে তোদের বলে নারী।
যুগে যুগেই পুরুষ পায়ের তলায় দ'লে,
মহানতার সাজ পরিয়ে রাখবে, বলিহারী!
বাঁচতে যদি চাস, এখনই ওঠ দাবানল জ্বলে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন