শনিবার, ২৪ মে, ২০১৪

অবশ্য ~ শান্তনু ভট্টাচার্য্য

আমার গ্রামে এক প্পরিবারে ২২ জন বাস করতেন। ছোটবেলায় দেখেছি তাদের বাড়ীতে কত নিয়ম কানুন ছিল। বাসি জামাকাপড় পরে তাদের বাড়ীতে ঢোকা ছিল নিষিদ্ধ। খুব ধর্মপরায়ন ছিলেন। বাড়ীর গেটের বাইরে একটা নোটিস ঝোলানো থাকত আর তাতে লেখা থাকত " জুতা বাইরে খুলে রাখুন"

ধীরে ধীরে পরিবারের এক একজন কর্মসুত্রে বাইরে যেতে শুরু করলেন। সেই যে যাওয়া শুরু হল তারপর আর কেউই ফিরে এলেন না। আগে যে বাড়ীতে রোজ গ্রামের লোকজনের যাতায়ত থাকত সেখানে লোকজনের আনাগোনাও ধীরে ধীরে কমতে থাকল।

এখন ঐ বাড়ীতে দুজন মাত্র থাকেন। তাঁদের বয়স ও অনেক হয়েছে। দুজনেই ষাটোর্দ্ধ। এখন রাস্তায় লোকজন গেলে নিজেরাই বাড়ীতে ডাকেন একটু কথা বলার জন্য। দুএকজন অবশ্য সাড়া দেন। মাঝে মাঝে আসেনও। কিন্তু আগের মত সে ভীড় আর নেই।

এরই মাঝে একটা ব্যাপার লক্ষ্য করলাম । " জুতা বাইরে খুলে রাখুন" বোর্ড টা এখনো একই ভাবে লাগানো আছে।

ভাবছি এবার গিয়ে বলব এই জুতা বাইরে খুলে রাখার নোটিশ টা যেন খুলে রাখেন। লোকজন যখন আসেইনা তো এই নিয়ম রেখে আর লাভ নেই।

অবশ্য উনারা যে লেভেলের শৃঙ্খলাপরায়ন আমার কথা শুনলে হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন