বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫

একটু খবর নিলে হয় - শুভাশিষ আচার্য্য

তোমাদের কস্টের বেঁচে থাকা মনে জাগায়
অনেক বিস্ময়।
টিভি তে খবরাখবর সকালের বাজার আর
সরকারে প্রত্যয়।
সোম থেকে শুক্র খাটুনি দিন শেষে এসি বা নন এসি
বাসে করে বাড়ি ফিরে বাচ্চার খুনসুটি
এবার একটা গাড়ি কিনলে হয়।
গাড়ির কত হবে ই এম আই সে আবার হিসাবের ব্যাপার
মাস গেলে স্যালারি ক্রেডিট তারপর একে একে সাবার।
সবকিছু ই এম আই জীবনের বীমা নিজস্ব ঘর আনন্দের পার্টি
অতটুকু পয়সা সেই বা আর কি কি সয়।
এদিকে সারাদিন ব্যস্ততা তার মাঝে লাইক ডিস্লাইক হয়নি
কত ছবি শেয়ার হয়নি নিজের কথা বলা হয়নি একেবারে জেরবার
কে জানে কে হল আভিমানি বা কেকে অভিমানিনী।
তোমাদের কস্টের বেঁচে থাকা মনে জাগায়
অনেক বিস্ময়।
ভালবাসা শেয়ার হয় বা নিদেন ই এম আই
একটু খবর নিলে হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন