শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭

বিশ্বাস ~ সঞ্জয় ঘোষ

বিশ্বাসে মিলায় বস্তু
তর্কে বহুদূর
গান বেজেছে কোরাসে, তাতে
মেলাতে হবে সুর।

মেলাতে হবে সুর আর
মানতে হবে কথা
দেশটা তো আর তোমার নয়
তাদের মাথাব্যথা।

তাদেরই মাথাব্যথা তাই
সারাটা দেশ জুড়ে
রাজা উজির বাদ্যি বাজান
তোমরা সবাই বোড়ে।

রাজা যেন অনন্ত লোভ
ভুবনগ্রাসী খিদে!
না-বলা না-পারা যন্ত্রণাটা
বোড়ের বুকে বিঁধে।

তবুও সবাই বোড়ে যে নয়
সেটাই আসল জোর
বিশ্বাসে মেলেনা বস্তু
তর্কে কাটে ঘোর।

*ঋণস্বীকার - আসাদ ইকবাল সুমন এর দুটি লাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন