সোমবার, ২২ মে, ২০১৭

বাইশে মে ~ বাল্মীকি ঘোষ

কোনো এক ২১শে জুলাই নিজের দলের সাধারণ কর্মীদের তাতিয়ে দিয়ে পালিয়েছিলেন (যাতে করে পরে লাশের সিঁড়ি বানিয়ে তরতর করে উপরে ওঠা যায়!) 
আজকে "অবলুপ্ত/মৃতপ্রায়" বামদলগুলির আন্দোলনের ভয়ে, পুলিশ নামক উর্দিধারী তৃণমূলী গুন্ডাদের লেলিয়ে দিয়ে, শহর ছেড়ে পালালেন। বাম নেতৃত্ব কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে সামনে থেকে লড়াই করে গেলেন, পুলিশের লাঠির বাড়ি আর কাঁদানে গ্যাসের যন্ত্রনা কর্মীদের সাথে ভাগ করে নিলেন। লড়াই সাচ্চা হলে আর হাতে লাল ঝান্ডা থাকলে মানুষ পালায়নি কখনো, পালাবেন না । সে তাঁরা নেতা হোন বা কর্মী। বাংলার মানুষের অধিকার অর্জনের লড়াই জারি রইলো।বাম কর্মীরা ২২ মে কে ইতিহাসের পাতায় ঢুকিয়ে দিয়ে গেলেন নিজেদের রক্ত ঝড়িয়ে!
"জননেত্রী" মনে রাখুন:
Those who make peaceful demonstrations impossible, make violent revolutions inevitable!"
#BanglaBiponna
#CholoNabanna

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন