রবিবার, ২৮ মে, ২০১৭

নবান্নটি ভীষন উপদ্রুত ~ সোমনাথ


নবান্নটি ভীষণ উপদ্রুত
কখনো ভেক, কখনো ছলছুতো
ভাঁড়ারে নেই তোমার কোন যুক্তি

বিদ্রোহীরা স্লোগান দিতে পারে
জীবন, তাকে পণ রেখে এই বারে
লিখছে না আর শান্তি আনার চুক্তি

আপোষ হওয়া কঠিনই, দুঃসাধ্য
লাল ঝান্ডার লোকগুলো নয় বাধ্য
জানি তুমি আঁটছ কুটিল ফন্দী

যুদ্ধ হবে নখর এবং দন্তে
শ্রমিক-কৃষক সেই লড়ায়ের অন্তে
নবান্নতেই করবে তোমায় বন্দী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন