মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

মধ্য আগস্টের কবিতা ~ অনামিকা

কী লাভ বলো এই স্বদেশে 
কে দিচ্ছে কার প্রক্সি, জেনে
সেই তো শেষে মরবে শিশু। 
টান পড়বেই অক্সিজেনে।

তার পরে? খুব তদন্ত আর 
চক্ষু মোছার বসবে আসর
চতুর্দিকে ঢোলশহরত 
লজ্জাবিহীন ঘণ্টা কাঁসর।

ভোট হারলে নেই কুছ পরোয়া, 
দখলদারির শিরশিরানি 
পরস্পরের জেরক্স ছবি, 
কেন্দ্রে রাজা, রাজ্যে রাণী। 

ধর্ম অন্ধ নিদান দেবে 
জাতীয় গান গাইতে মানা
ভোট ভিখিরি এ'সব শুনেও
তুলবে না তার কণ্ঠখানা।

ভোট জিতলেই অগাধ টাকা, 
কাজের যা চাপ! তাই তা' মেলে!
ডিগ্রি পেয়েও কাজ পাবে না… 
মরতে থাকবে বেকার ছেলে।

এ টিম বি টিম খেলায় ব্যস্ত, 
লোক ঠকানোর কুমিরডাঙা।
খুব সেজেছেন ডেমোক্রেসি, 
যদিও তাঁর কপাল ভাঙা।

মাঝ আগস্টে রেড রোড ফের 
তিনটি রঙের বিপুল সাজে 
করবে প্রমাণ আমরা স্বাধীন 
সকালবেলার কুচকাওয়াজে।

অবাধ্য এক স্বপ্নে তবু 
মারছে ঝিলিক যৌথখামার…
সত্তর পার স্বাধীনতার 
সমস্তটাই তোমার আমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন