বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

​চাঁদের বর্ণ ~ শঙ্খ করভৌমিক

​​
​খবর কাগজে লিখেছিল কাল
চাঁদের বর্ণ টকটকে লাল।
দেখিয়া ক্রুদ্ধ হইলেন পিসি।
কহেন 'তামাশা ইহা কোন দিশি?
ইতিহাস হল চৌত্রিশ সাল,
​​চাঁদের বর্ণ তবু আজও লাল?
নীল সাদা চাঁদ নাই হল যদি,
গঙ্গা কি করে হবে টেমস নদী?'
শুনে হাঁহাঁ করে নগর কোটাল,
পুরকায়স্থ, ঘোষ, বোস, পাল
বলিল 'এ আর এমনকি কথা?
টেন্ডার ডাকা পুরাতন প্রথা।
চাঁদ যদি চাই নীল আর সাদা
বরাত নেবেন কাক আঁকা দাদা।
ম্যাচিং কালারে চাঁদ আর চটি।
বিলিতি হইবে বাঙাল ও ঘটি।'

ছবি: Debraya Mukhopadhyay
ছড়া: Sankha Karbhaumik

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন